অনলাইন ডেস্ক
পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা হলেন মাওলানা গোলামুর রহমান (৪৫), আবদুর রশিদ মিয়া (৭২), ফরিদ উদ্দিন খলিফা (৬৫)। তারা সবাই বৃহস্পতিবার রাতে মারা যান। আজ শুক্রবার পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাওলানা গোলামুর রহমান (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার টেংরাখালী গ্রামে নিজ বাড়িতে মারা যান। তিনি জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া আল-মদিনা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক পদে কর্মরত ছিলেন।
এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলার কলাপাড়ায় অবসরপ্রাপ্ত দুই শিক্ষক মারা গেছেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ মিয়া (৭২) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মারা যান।
গত ৬ জুন তার করোনা ভাইরাস শনাক্ত হলে ৮ জুন ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি হন তিনি। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।