শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চৌদ্দ দলের সমন্বয়ক সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী এম মুনসুর আলীর সুযোগ্য সন্তান জননেতা মোহাম্মদ নাসিম দীর্ঘ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শনিবার সোয়া এগারোটায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ——-রাজিউন)।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় ও বাংলাদেশ আওয়ামীলী নাসিরনগর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবুন্দের শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।