অনলাইন ডেস্ক
জার্মানি থেকে পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে ওয়াশিংটনকে কড়াভাবে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, জার্মানি থেকে পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েন করা হলে নতুন করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়বে।
দীর্ঘদিন থেকে রাশিয়া আমেরিকাকে সতর্ক করে আসছে যে, রুশ সীমান্তের কাছে ন্যাটো সেনা মোতায়েন করার মধ্যদিয়ে প্রমাণিত হবে- পোল্যান্ডে মার্কিন সেনা উপস্থিতির মাধ্যমে পাল্টা হামলা চালানোর জন্য তারা রাশিয়াকে উসকানি দিচ্ছে।
জার্মানি থেকে প্রত্যাহার করা মার্কিন সেনা নিজ দেশে মোতায়েনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পোল্যান্ড সরকার তবে ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। পোল্যান্ডের অবস্থান একেবারেই রাশিয়া সীমান্তের কাছে।