সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র,সাবেক স্বাস্থ্যমন্ত্রী,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,উত্তরবঙ্গের অভিভাবক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
আজ শনিবার এই শোকবার্তায় নজরুল ইসলাম তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নজরুল ইসলাম তার শোকবার্তায় বলেন, মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো। আর উত্তরবঙ্গ তাদের অভিভাবককে হারিয়ে ফেলল।