অনলাইন ডেস্ক
চীনে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১৭ জন।
শনিবার (১৩ জুন) চীনের একটি হাইওয়ের ওপর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে। চীনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলো গিয়ে পড়ছে আশপাশে থাকা বাড়িঘরের ওপর।