January 5, 2025, 2:46 am

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জামিন আবারও নামঞ্জুর

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2020,
  • 444 Time View

শফিকুজ্জামান শুভ, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সদর ইউনিয়নের ঘোষপাড়ার নিহারেন্দু চক্রবর্তী (৪২) ও কামারগাঁও গ্রামের মিহির দেব (৪১)কে নন জি আর মামলার ওয়ারেন্ট মূলে এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে গত ১ জুন সকাল ৬ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরন করলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বারের সাধারন সম্পাদক এডভোকেট কামরুজ্জামান মামুন আসামীদ্বয়ের পক্ষ আবারও জামিন আবেদন চাইলে বিজ্ঞ আদালত আজ ১৪ জুন ২০২০ রোজ রবিবার জামিন নামঞ্জুর করে ২৯ জুন পরবর্তী শুনানোর দিন ধার্য্য করেন।

উল্লেখ্য গত ৩১ মে রাত ১০.৩০ ঘটিকায় নাসিরনগর বাজার এলাকা থেকে নন জি আর ২০/২০২০ইং প্রসেস নং -২৩২/২০২০ এর ওয়ারেন্ট মূলে এবং নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক পার্থ প্রতিম সোম পিতা কানু চন্দ্র সোম গত ২৭ এপ্রিল ফেইসবুক আইডিতে মানহানিকর অসত্য বিভ্রান্তিমূলক পোষ্ট দিয়েছে মর্মে থানার অভিযোগে সাধারন ডায়েরী নং – ৮৯২,তাং২৭/৪/২০২০ ইং মূল্যে নাসিরনগর থানার নন এফ আই আর প্রসিকিউশন নং- ২০/২০২০ইং,তাং- ০৫/০৫/২০২০ইং ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯ এর মূল্যে নিহারেন্দু চক্রবর্তী (৪২) পিতা – নির্মলেন্দু চক্রবর্তীকে গ্রেফতার করেছে।

তাছাড়া গত ৩১/৫/২০২০ইং তারিখ রাত ১১.২০ ঘটিকায় নাসিরনগর ঘোষপাড়া এলাকা হইতে নন জিআর ১৯/২০২০ইং প্রসেস নং- ২৩১/২০২০ এর ওয়ারেন্ট মূল্যে এবং থানার জিডি নং-৩১২ তাং ১০/০৪/২০২০ইং মূল্যে নাসিরনগর থানার নন এফ আই আর প্রসিকিউশন নং-১৯/২০২০.তাং-০২/০৫/২০২০ইং ধারা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮এর ২৫ এর মূল্যে মিহির দেব (৪১) পিতা – মৃত জহরলাল দেব সাং কামারগাঁও ( নাসিরনগর) কে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71