অনলাইন ডেস্ক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান ডা. মোজাফফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। রোববার (১৪ জুন) মোবাইল ফোনে তিনি নিজেই আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেলে পরীক্ষা করানোর পর গত বৃহস্পতিবার তিনি জানতে পারেন তিনি করোনা পজিটিভ হয়েছেন। এরপর থেকেই তিনি বাসায় অবস্থান করছেন।
তবে এর আগে হাসপাতালের আইসিইউতে ডিউটি করেছেন ডা. মোজাফফর হোসেন। এরআগেও আইসিইউ এর বেশ কয়েকজন ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন।
ডা. মোজাফফর জানান, করোনা আক্রান্ত হলেও করোনার উপসর্গগুলো প্রকট নয় তার। এখন পর্যন্ত ভালো রয়েছেন।