নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃতে অদ্য ১৪/০৬/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন
ইটবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একজন গাজা চাষী মোঃ বেল্লাল খান (৩০), পিতা- মৃত আসমান আলী খান, সাং-ধনখালী ৪নং ওয়ার্ড , থানা- সদর, জেলা- পটুয়াখালীকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তির বসত ভিটার উঠানের দক্ষিন পূর্ব পাশের মাটিতে লাগানো ০২ টি গাজা গাছ জব্দ করা হয়।
তিনি নিজে গাজা সেবনের উদ্দেশ্যে এই গাজা গাছ গুলো অতি গোপনে চাষ করে আসছিলেন। আটককৃত আসামীকে উদ্ধারকৃত গাজা গাছ সহ পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে একটা মামলা দায়ের প্রক্রিয়াধীন।