অনলাইন ডেস্ক
বগুড়া শহরের আকাশতারার এলাকায় সড়কের পাশের কচুক্ষেত থেকে যুবলীগ নেতা আবু তালেবের (৩০) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ওই এলাকায় তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।
পরে বগুড়া সদর থানা-পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হসপাতালের মর্গে পাঠায়।
আবু তালেব আকাশতারা গ্রামের আব্দুস সামাদের ছেল। তিনি শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। আবু তালেব হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আর ১২ জুন খুন হওয়া শাকিল হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার রয়েছে।