সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালী। র্যাব-৮ সিপিসি-১ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন অত্যন্ত সৎ, আদর্শবান ও জনবান্ধব। তিনি পটুয়খালী র্যাব-৮ সিপিসি-১ অধিনায়ক হিসেবে ০২/০৯/২০১৯ ইং তারিখ যোগদান করেন।
তিনি যোগদানের পর থেকেই সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, চাঁদাবাজি সহ সকল অপরাধ নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সফলতা পেয়েছেন। বৈশ্বিক মহামারী প্রানঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে শুরু হলে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকট নিরসনে পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এর নেতৃত্বে
নিজেদের জীবনের ঝুকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন কোম্পানির সকল র্যাব সদস্যরা। পটুয়খালী ও বরগুনায় আম্পানের ক্ষতিগ্রস্ত অসহায় ও গৃহহারা অনেক পরিবারের মাঝে চাউল, ডাইল, চিনি, তৈল, পিয়াজ, আলু, সেমাই ও চিড়া বিতরন করেন র্যাব-৮ পটুয়খালী কোম্পানির সকল সদস্যরা। ইতিমধ্যেই তিনি সাধারন জনগনের কাছে হয়ে উঠেছেন নয়নের মধ্যমনি।
এ ছারা গোটা দক্ষিণ অঞ্চলের সন্ত্রাসী ,মাদক ব্যবসায়ী সহ সকল অপরাধীদের আতংকের আর এক নাম রইছ উদ্দিন, রইছ উদ্দিন পটুয়াখালীতে যোগদান করার শুরুথেকে সন্ত্রাস নির্মুলে যেমন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তেমন মানবিকতার ও কোন কমতি নেই তার ভিতরে। খুব অল্প সময়ের ব্যবধানে তিনি গোটা দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে হয়ে উঠেছেন জনপ্রিয়,পটুয়াখালী ও বরগুনা জেলার সাধারণ মানুষ তার দীর্ঘায়ু কামনা করেন তাদেরকাছে একটাই নাম রইছ উদ্দিন ।