December 23, 2024, 8:37 am

সুশান্তের বাসায় মিলল অবসাদ কাটানোর ওষুধ, গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ

Reporter Name
  • Update Time : Sunday, June 14, 2020,
  • 344 Time View

অনলাইন ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের বাসায় মিলেছে অবসাদ কাটানোর ওষুধ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি, আত্মহত্যার খবর নিশ্চিত করে জানিয়েছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

ইতিমধ্যেই সুশান্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরে ফরেন্সিক টেস্টের জন্যও পাঠানো হবে বলে মুম্বাই পুলিশের জানিয়েছে।

এ ঘটনায় ইতিমধ্যে সুশান্তের বাড়ির পরিচারিকা ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিনেতার কল রেকর্ডও খতিয়ে দেখা হবে।

এদিকে সুশান্তের মৃত্যুর খবরে তাঁর বাসার নিচে ভিড় করেছে অগণিত ভক্ত। তারা সুশান্তের মৃত্যুর খবরে হতবাক।

এক সময়ে ছোট পর্দায় সেনসেশন ছিলেন সুশান্ত সিংহ। অত্যন্ত জনপ্রিয় টেলি সিরিয়াল ‘পবিত্র রিস্তায়’ তিনি ছিলেন মুখ্য চরিত্র। সৌমকান্তি সেই তরুণের আবেদন ছুঁয়ে গিয়েছিল বহু দর্শকের হৃদয়। বলতে গেলে সেই অভিনয় ও সারল্যে মুগ্ধ হয়েই কাই পো চে-র জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক অভিষেক কাপুর। পরবর্তী কালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। এই ছবি করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই অভিনেতা।

সুশান্তের বয়স মাত্র ৩৪ বছর। ১৯৮৬ সালে বিহারের পাটনায় জন্ম তার। পরে পড়াশুনা শেষ করে মুম্বাই চলে এসেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হলেও বরাবরই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ২০০৮ সালে হিন্দি সিরিয়াল দিয়েই তার হাতে খড়ি। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু। তার অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে রয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘পিকে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71