অনলাইন ডেস্ক
মাত্র ৩৪ বছরের চলে গেলেন কাই পো চে, পিকে-র অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রোববার তাঁর বান্দ্রার কার্টার রোডে তাঁর ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহে মেলে। কোনও সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি।
সুশান্তের পিআর জানিয়েছেন, আত্মঘাতীই হয়েছেন বলিউড অভিনেতা। তাঁর পরিচারিকাই পুলিশকে খবর দেন।
তাঁর মৃত্যুতে রীতিমতো স্তম্ভিত বলিউড থেকে রাজনৈতিক মহল। টুইট করে সুশান্তের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি লিখেছেন, অত্যন্ত প্রতিভাবান সুশান্ত খুব তাড়াতাড়ি চলে গেল। টিভি ও সিনেমায় প্রতিভার ছাপ রেখে গিয়েছেন সুশান্ত। অভিনয় জগতে অনেকের তিনি প্রেরণা, মনে রাখার মতো বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ওঁর মৃত্যুতে আমি শোকস্তব্ধ। ওঁর পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এক টুইটে তিনি লিখেছেন, এরকম একটা খবর শুনে স্তম্ভিত। এরকম এক প্রতিভাবনের এভাবে চলে যাওয়া খুবই বেদনাদায়ক। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে টুইট করেছেন, সুশান্ত সিং রাজপুতের এই বয়সে চলে যাওয়ার খবর শুনে অবাক হয়ে গিয়েছি। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড
সুশান্তের মৃত্যুর খবরে তোলপাড় বলিউড। শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি তাঁর ম্যানেজারও বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুতে শাহরুখ খান টুইট করেছেন, ওকে খুবই মিস করব। আমাকে খুব পছন্দ করতো। ওর প্রাণ শক্তি, হাসিটা স্মৃতিতে থেকে যাবে। খুবই দুঃখজনক ও চমকে দেওয়া মতো ঘটনা।
ঊর্মিলা মাতোণ্ডকর: এই নেপোটিজমের ইন্ডাস্ট্রিতে তোমার মতো জায়গায় পৌঁছাতে গেলে কী পরিমাণ পরিশ্রম লাগে ও প্রতিভা লাগে তা জানি। তোমার জন্য কষ্ট হয়।
জ্যাকি ভগনানি: একবারে বাকরুদ্ধ, স্তম্ভিত, কথা বলার মতো অবস্থায় নেই। বিশ্বাসই করতে পারছি না। এমন ট্যালেন্টড অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেল।
লারা দত্ত: খুব, খুব তাড়াতাড়ি চলে গেল। শান্তিতে থাকুক