অনলাইন ডেস্ক
ভোলার তজমুদ্দিন উপজেলায় করোনা জয় করে বাড়ি ফেরার ৫ দিন পর শিরিনা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী।
তিনি ভোলার উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের মোস্তফিজুর রহমানের মেয়ে।
গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জানা গেছে, শিরিনা আক্তারের করোনা ভাইরাস ধরা পড়ার পর তার বাবা-মা ও আত্মীয়-স্বজনরা যখন তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তখন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন তার উন্নত চিকিৎসাসহ ব্যয়ভার গ্রহণ করেন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, শিরিনা আক্তার গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত বরিশাল শেরই- বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে করোনা ভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর আমরা শুনেছি।