নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে আজ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকা হতে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এবং গলাচিপা থানা এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং মুখে মাস্ক পরিধান না করার অপরাধে,
সোহেল মাতবর (৩৮), পিতা-মৃত আবু মাতবর, সাং-সদর রোড, পটুয়খালীকে ২০০০/- টাকা,মোঃ জসিম উদ্দিন (৩৮), পিতা- মোঃ আঃ ছালাম হাওলাদার, সাং- সদর রোড পটুয়খালীকে ৩০০০/- টাকা,মোসাঃ নাসরিন বগম (৩০), স্বামী-মোঃ রাশিদুল ইসলাম, সাং- নবাব পাড়া, পটুয়খালীকে ২০০০/- টাকা,মোঃ শাহিন (৩৫), পিতা- মৃত আঃ খালেক খদকার, সাং-শিমুলবাগ,
পটুয়খালীকে ২৫০০/- টাকা,মোঃ শানু গাজী (৩৮), পিতা-মৃত হোসেন গাজী, সাং- নবাব পাড়া, পটুয়খালীকে ৫০০/- টাকা,মোঃ বাবুল হাওলাদার (৩৮), পিতা- সোরাব আলী হাওলাদার, সাং-কালিচন্না থানা-সদর, পটুয়খালীকে ৫০০/- টাকা,পানা রানী (৩৮), স্বামী- নির্মল নাথ, সাং- লাউকাঠি, থানা-সদর, পটুয়খালীকে ৫০০/- টাকা,মোঃ
রিয়াজ খান (৩২), পিতা- মোঃ ছালাম খান, সাং-কারখানা, থানা-সদর পটুয়খালীকে ৩০০০/- টাকা,মোসাঃ ঐশী (১৮), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- গুলবাগ, পটুয়খালীকে ৫০০/- টাকা,মোঃ মিজানুর রহমান (৪৬), পিতা-মোঃ জালাল উদ্দিন সিকদার, সাং-লেবু খালী, থানা- দুমকি পটুয়াখালীকে ৫০০০/- টাকা,মোঃ জসিম
মৃধা (৩৪), পিতা- মত আঃ রশিদ মৃধা, সাং-শারিকখালী পটুয়খালীকে ১০০০/- টাকা,মোঃ জাহিদ (২২), পিতা- মোঃ আঃ গনি , সাং-শারিকখালী পটুয়খালীকে ৫০০/- টাকা, মোঃ হান্নান (২৮), পিতা-মোঃ সেলিম তালুকদার, সাং-বাদুরা, থানা-গলাচিপা,পটুয়াখালীকে ৩০০০/- টাকা,মোঃ খলিলুর রহমান(৩২), পিতা-মোঃ আজাহার
শরীফ, সাং-আলীয়াপুর, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ২০০০/- টাকা, বিজয় শাহা (৩২), পিতা-বিনয় শাহা, সাং-বাদুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৩০০০/- টাকা, মোঃ রুবেল (২৫), পিতা- মেঃ লাল মিয়া, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১০০০/- টাকা, মোঃ মেহেদী হাসান (১৯),
পিতা- বশির হাওলাদার, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা, মোঃফারুক (২৬), পিতা- আলামিন গাজী, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,মোঃ হাসিব (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- হরিদেব পুর, থানা-
গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,মোঃ ইব্রাহিম (৩০), পিতা-মোঃ ফওজালী, সাং-চরমইশাদী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,মোঃ জামাল (২৮), পিতা- মোঃ সুলতান গাজী, সাং-আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১৫০০/- টাকা, মোঃ সালমান চকিদার (৬৫), পিতা-মৃত আঃ আজিজ চকিদার, সাং-শাখারিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ২০০০/-
টাকা,বাবুল চদ্র দাস (৬৫), পিতা-মৃত মান মোহন দাস, সাং-বাদুরা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১০০০/- টাকা, মোঃ হেলাল মৃধা (৩০), পিতা- মোঃ রফিক মৃধা, সাং-ছৈলাবুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ৫০০০/- টাকা, মোঃ ইউসুফ মোল্লা (৩৫), পিতা- মৃত সৈয়দ আলী মোল্লা, সাং-ছৈলাবুনিয়া, থানা-গলাচিপা,
জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,শুব্রত শীল (১৮), পিতা-শৈলেন শীল, সাং- ছৈলাবুনিয়া, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীকে ১০০০/- টাকা, ২৭। মাঃ সাইদুল ইসলাম (১৯), পিতা- লালমিয়া, সাং-আঠার গাছিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫০০/- টাকা,মোঃ সিদ্দিক (৪০), পিতা-ইছহাক হাওলাদার, সাং- আঠার গাছিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫০০/- টাকা, মোঃ মিজানুর রহমান (১৮), পিতা- কাঞ্চন প্যাদা, সাং-
আঠার গাছিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনাকে ৫০০/- টাকা,মোঃ সরোয়ার হোসেন (৩৫), পিতা- মৃত মোসলেম আলী, সাং-আউলিয়াপুর, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫০০/- টাকা,মোঃ সাদিক আহম্মদ (৩০), পিতা-মোঃ বজলুর রহমান, সাং-টাউনকালিকাপুর, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১৫,০০০/- টাকাসহ সর্বমাট ৫৯,৫০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানশ চদ্র দাস সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ডিপ্লামসি চাকমা সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয়।