অনলাইন ডেস্ক
আমেরিকায় বসে ঢাকার বাসার চোর ধরলেন মার্কিন নাগরিক রিক হাবার্ড। শনিবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে গুলশানের ৭৯ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাজধানীর গুলশানের বাসায় চোর ঢোকার দৃশ্য সিসি ক্যামেরায় দেখেন মার্কিন নাগরিক রিক হাবার্ড। এরপরই তিনি তার এক সহকর্মীকে ফোনে বিষয়টি জানান। ওই সহকর্মী বিষয়টি সঙ্গে সঙ্গে গুলশান থানা পুলিশকে জানান। এরপরই পুলিশ ছুটে গিয়ে বাড়িটির চারদিক ঘিরে ফেলে।
বাড়িটির দোতলা থেকে মাসুম নামে এক তরুণকে আটক করা হয়। মাসুম ওই বাড়িতে চুরি করছিল বলে জানিয়েছে পুলিশ।
আগেও চুরির ঘটনায় একাধিকবার গ্রেফতার হয় মাসুম। তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। তবে ঢাকায় ভাসমান জীবনযাপন করে।
মাসুম শনিবার রাতে ওই বাড়ির দোতলায় ঢোকে চুরি করতে। গ্রিল কেটে ওই বাসায় ঢুকে পড়ে। এ দৃশ্য আমেরিকায় বসে সিসি ক্যামেরায় দেখেন বাসাটির ভাড়াটে মার্কিন ওই নাগরিক।
সিসি ক্যামেরার ডিভাইসের সঙ্গে তার মোবাইল ফোনের সংযোগ দেয়া আছে। তিনি বাংলাদেশের নর্থ অ্যান্ড কফি রেস্টুরেন্টের মালিক।
গুলশান থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম বলেন, মাসুমকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজনে রিমান্ডে নেয়া হবে।