অনলাইন ডেস্ক
চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বড় জামবাড়ীয়া থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিনসহ আতিকুর রহমান আতিক নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত আতিকুর রহমান আতিক হচ্ছে ভোলাহাট উপজেলার বড় জামবাড়ীয়া দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেন সরদারের ছেলে।
র্যাব জানায়,র্যাব -৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অস্ত্র ব্যবসায়ী আতিকুর রহমান আতিককে একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি মোবাইল সেট, দুটি সিমকার্ড এবং একটি মেমোরি কার্ডসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।