পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন। সাইফুল ইসলাম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী গ্রামের সুফিয়ান মৃধার ছেলে। সাইফুল ইসলাম (৪০) জানান, ১০ বছর বয়স থেকে মানুষের সাথে থেকে জেলেদের সাথে থেকে মাছ ধরার কাজ শুরু করি। আজ আমার ৪০ বছর বয়স। এখনও মানুষের সাথে থেকে কাজ করে জীবিকা নির্বাহ করছি। আমার সংসারে ৭জন সদস্য আমার উপর নির্ভরশীল। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের দূর্যোগ মুহুর্তে আমি খেয়ে না খেয়ে স্ব-পরিবারে মানবেতর জীবনযাপন করছি। তিনি আরও জানান, আমাদের এলাকার মামুন মৃধা ও ইমন মৃধার সাথে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে রাস্তায় একা পেয়ে আমার মাথার উপরে কোপ দেয়। আমি হাত দিয়ে ধরতে গেলে আমার ১টি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হয়ে পটুয়াখালী হাসপাতালে ভর্তি হই। সেখান থেকেও কর্তব্যরত চিকিৎসকরা আমাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তির জন্য পাঠালে দীর্ঘদিন অভাবে ধার দেনা করে সেখানে ভর্তি থাকি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা শেষ না হয়েই বাড়ি ফিরতে হয়। যা স্ব-পরিবার নিয়ে অনেক কষ্টে জীপন যাপন করছি। তাই সরকারের কাছে আমার আবেদন যাতে আমি ভাল মত চিকিৎসা করে পরিবার নিয়ে দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। এবিষয়ে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন বলে তিনি জানান।