December 25, 2024, 7:05 am

ব্রাহ্মণবাড়িয়ায় পথিক টিভির প্রতিনিধি সম্মেলনে আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ।

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2020,
  • 328 Time View

 

শফিকুজ্জামান শুভ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাক্ষণবাড়িয়া সর্বাধিক প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভির প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬জুন ২০২০ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডস্থ ভূইয়া ম্যানশনের চতুর্থ তলায় গ্রেন্ড এ মালেক কনভেনশন হল রুমে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও বুনিয়াদি প্রশিক্ষণ পথিক টিভির চেয়ারম্যান প্রভাষক রাবেয়া জাহান তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পথিক টিভির ব্যবস্থাপক পরিচালক সাংবাদিক মুহাম্মদ লিটন হোসাইন জিহাদের সঞ্চালনায় বুনিয়াদি প্রশিক্ষণ ও সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আল-আমিন শাহীন, চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ রিয়াজ উদ্দিন জামি, জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জহির রায়হান, যমুনা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা এডঃ মেসবাহ উদ্দিন ইকো, এ মালেক গ্রুপ এর চেয়ারম্যান আব্দুল মালেক, মাসিক তিতাস বার্তার সম্পাদক এম এ মতিন শানু, সহ সম্পাদক মুহাম্মদ হারুন আল রশিদ ভূইয়া।

সম্মেলন শেষে অতিথিবৃন্দ পথিক টিভির প্রতিনিধিদের হাতে আইডি কার্ড ও সার্টিফিকেট তুলে দেন। উক্ত সম্মেলনে বিভিন্ন জেলার ৪০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71