January 5, 2025, 2:37 am

২৫ হাজার টাকায় তরুণীকে যৌনপল্লীতে বিক্রি, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, June 16, 2020,
  • 505 Time View

অনলাইন ডেস্ক

ঢাকায় পোশাক কারখানায় চাকরি দেওয়ার নামে রাজবাড়ির দৌলদিয়া যৌনপল্লীতে তরুণীকে বিক্রি করার দায়ে মো. আলিফ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলিফ রাজশাহী মহানগরীর গুড়িপাড়া গুলজারবাগ এলাকার তকবুল হোসেনের ছেলে। তিনি জানান, ওই তরুণীকে ২৫ হাজার টাকার বিনিময়ে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছিল।

মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে আলিফকে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানা পুলিশ এ অভিযান চালায়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইফতেখায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ বলেছেন, চাকরি দেওয়ার নামে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে রাজবাড়ির দৌলদিয়া যৌনপল্লীতে বিক্রি করা হয়েছিল ওই তরুণীকে।

তাকে ২৫ হাজার টাকার বিনিময়ে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছিল বলেও আলিফ জানিয়েছে।

ইফতেখায়ের আলম বলেন, গত ৯ জুন গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যান আলিফ।

এরপর তাকেও দৌলদিয়া যৌনপল্লীতে বিক্রি করা হয়। পরে সোমবার ওই তরুণী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর ওই তরুণী নিজের পরিবারে বিষয়টি জানান। পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোদাগাড়ী থানায় জানানো হয়।

পরে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহর নির্দেশনায় গোদাগাড়ী থানা-পুলিশের একটি দল আলিফকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। রাতে তাকে গ্রেপ্তারও করা হয়।

ইফতেখায়ের আলম জানান, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে আলিফের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

আলিফ জানিয়েছেন তিনি মানবপাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। এ চক্রের আরও তিনজনের নাম জানিয়েছেন তিনি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71