সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, পটুয়াখালীর দুমকী উপজেলার সুলিশা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. শামীম হোসেন (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামের মৃতঃ মজিদ খার ছেলে মো. মকবুল খা (৫০) স্থানীয় বাজারে গরু বিক্রির সময় মো. শামীম হোসেন তাকে জাল টাকার নোট দেয়। এ সময় উক্ত প্রতারককে আটক করে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গলাচিপা থানার এসআই সাইফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারক চক্রের এক সদস্যকে থানায় আটক করা হয়। আটককৃতের নামে গলাচিপা ১টি থানায় মামলা হয়েছে যার মামলা নং- ১৮, তারিখ: ১৭/০৬/২০২০।