সজ্ঞিব দাস,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
চকচকে রঙিন কাগজ দিয়ে মোড়ানো বেশ বড় একটা প্যাকেট। এটা ভর্তি আম, লিচু, কলা, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। পটুয়াখালীর দশমিনায় করোনা ভাইরাসে আক্রান্ত এমন ৭ জনকে এ শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। ওই প্যাকেটগুলো নিয়ে কোভিড-১৯ (করোনা ভাইরাস)
আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি হাজির হয়ে দশমিনা উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দিয়েছেন দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় গত কাল
সোমবার বিকাল থেকে থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলায় ৭জন করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে তারা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে এসব মৌসুমি পৌঁছে দেন। এ সময়ে কৃষি কর্মকর্তা বনি আমিন খান আক্রান্তদের বলেন ‘আপনাদের এই করোনাযুদ্ধে জিততেই হবে।
পরিবার, সমাজ ও দেশের জন্য আপনাদের জিততেই হবে। আপনারা দ্রুত সুস্থ হবে উঠবেন। মনোবল ধরে রাখুন। মনের শক্তিতে জয় আসবেই। আমরা আপনাদের পাশে আছি।’