নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮,ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে অদ্য বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার এবং মুখ মাস্ক পরিধান না করার অপরাধ,
মোঃ নাঈম ভুইয়া (২০), পিতা- আবুল কালাম ভুইয়া, সাং-চামুখালী,তালতলী, বরগুনাকে ৫০০/- টাকা, মোঃ মিজান (২৮), পিতা- আব্দুল হক, পশ্চিম কালিকাপুর- সদর পটুয়াখালীকে ১০০/- টাকা, মোঃ মেহেদী হাসান (২৫),কে ১০০/- টাকা,মোঃ আঃ হালিম (৩৬),কে ৫০০/- টাকা,মোঃ জাকারিয়া (২৫),কে ৫০০/- টাকা,
মোঃ সুমন মাল্লা (৩৪)কে ৫০০/- টাকা,মোঃ মুজিব (২০),কে ৫০০/- টাকা,মোঃ হিরান (২৩),কে ৫০০/- টাকা, মোঃ ফয়সাল (২০),কে ৫০০/- টাকা,মোঃ আসাদ হাওলাদার (২৮),কে ৫০০/- টাকা,মোঃ সাইফুল (৩২),কে ৫০০/- টাকা,মোঃ তানিম আছমান (৩১),কে ৫০০/- টাকা,মোঃ আবুল কালাম (৪৫),কে ৫০০/- টাকা,
মোঃ আশিকুল ইসলাম (২২), কে ৫০০/- টাকা,মোঃ জিয়াউর রহমান (৩০),কে ৫০০/- টাকা,মোঃ রায়হান (১৮), কে ২০০/- টাকা,মোঃ বেলাল হাসন (২২),কে ৫০০/- টাকা,মোঃ জাকির হাসন (২২),কে ১০০/- টাকা, মোঃ ইমরান তালুকদার (২৬),কে ২০০/- টাকা সহ সর্বমাট ৭,৭০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃগোলাম সরওয়ার সহকারী কমিশনার, জলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয় ।