December 27, 2024, 6:42 am

পটুয়াখালীতে অভিনব কায়দায় ডাকাতির চেষ্টা ডিবির জালে আটক -০৩।

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2020,
  • 1293 Time View

 

নিজেস্ব প্রতিবেদক।

পটুয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) র একটি চৌকস টিম। ১৬ জুন দিবাগত রাত আনুমানিক ২ঃ৫০ ঘটিকার সময় সদর থানাধীন আউলিয়াপুর সাকিনস্থ পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের নুর আলমের স্ব মিলের সামনের পাকা রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতি চলছে

এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী (হেডকোয়ার্টার) শেখ বেলাল এর নির্দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান খান ( ডিবি) এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ১০/১২ জনের একটি চৌকস দল এ অভিযানে অংশগ্রহণ করে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হোলো, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আঃ ছত্তার মৃধার ছেলে মোঃ ইয়াকুব মৃধা (৪০), একই ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের আলম মোল্লার ছেলে ওয়াসীম মোল্লা (৪৫) এবং আমতলী উপজেলার হলদীয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের মোহাম্মদ বয়াতীর ছেলে মোঃ রুহুল আমিন (৪২)। ওসি ডিবি জানায়, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরস্থ পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্র স্বস্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এর নির্দেশে ডিবির একটি চৌকস দল

অভিযান চালায় অভিযানে উল্লেখিত তিন জন আন্তঃজেলা ডাকাতকে একটি ট্রাক সহ( রিজিঃ নং পাবনা-ট-০৫-০০০৩) আটক করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দুজন পালিয়ে জায়, একজন আমতলী থানার মোঃ রেজাউল মিয়া পিতা অজ্ঞাত ও অপর জন পটুয়াখালী সদর থানাধীন জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠী গ্রামের সিরাজ খা এর ছেলে রিয়াজ খা (৩৯)।

এ ঘটনায় ৫ জন সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে ডিবি পুলিশ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এদেরকে আটকের পর জানাগেছে ১নং আসামী ইয়াকুবের বিরুদ্ধে ইতিপূর্বে যশোহর সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতী,ডাকাতী হত্যা সহ একাধিক মামলা রয়েছে। ডিবি ওসি শাহজাহান খান আরও জানায় পুলিশ সুপার মোঃ মঈনুল হোসেন (পিপিএম বার) এর নির্দেশক্রমে অপরাধ দমনে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) নিরলস ভাবে কাজ করে আসছে, আপনারা জানেন যে, পুলিশ সুপার মহোদয় পটুয়াখালীতে দায়ীও নিয়ে আসারপরে অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম একেবারেই কমে আসছে,

তিনি আরও বলেন পুলিশ সুপার মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে জেলাকে মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের সাথে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) নিরলসভাবে কাজ করে আসছে এবং এরকম অভিযান অব্যাহত থাকবে। ওসি আরও বলেন পুলিশকে ভয় নয়,তথ্যদিয়ে সহযোগিতার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71