December 25, 2024, 5:32 pm

আক্রান্ত ব্যক্তির মল থেকেও ছড়াতে পারে করোনা

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2020,
  • 77 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মানব পরিপাকতন্ত্র বেঁচে থাকতে পারে এবং আক্রান্ত ব্যক্তির মলেও ভাইরাস উপস্থিত থাকতে পারে।

চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক গবেষণায় এমনটিই দাবি করা হয়েছে।

ফ্ল্যাশিং এর ফলে পদার্থের প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তৈরি হয়। যা এতই ছোট হয় যে খালি চোখে দেখা যায় না। এমনকি এটি বাতাসসের সঙ্গেও ভেসে থাকতে পারে। এরপর যে বা যারা টয়লেটে আসে নিশ্বাসের মাধ্যমে তাদের শরীরে প্রবেশ করে যায়।

গবেষণাপত্রের সহ-লেখক জি-জিয়াং ওয়াং জানাচ্ছেন, ফ্ল্যাশিং টয়লেট থেকে ভাইরাসকে উপরের দিকে ঠেলে তুলে দেয়।

মি. ওয়াং বলছেন, ফ্ল্যাশিং এর সময় আগে ঢাকনাটি বন্ধ করতে হবে। তারপরেই ফ্ল্যাশিং প্রক্রিয়া শুরু করতে হবে।

মি. ওয়াং জানাচ্ছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যদি একটি ব্যস্ত টয়লেট ব্যবহার করা হয়, তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার মাত্রা আরও বেশি হতে পারে।

এমনিতেই পাবলিক টয়লেটগুলো ভাইরাস সংক্রমণের মাধ্যম হিসেবে পরিচিত। তবে এখনও প্রমাণ হয়নি যে এই টয়লেটের মাধ্যমে করোনা ছড়াতে পারে।

ভাইরাস বিশেষজ্ঞ মি. গেরবা জানিয়েছেন, এক্ষেত্রে ব্যাপারটা ঝুঁকিহীন না, তবে এটা কতটা ঝুঁকিপূর্ণ তা এখনও জানি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71