December 28, 2024, 1:24 pm

করোনার কাছে উন্নত, অনুন্নত সকলেই পরাজিত: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2020,
  • 95 Time View

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের কাছে শক্তিধর থেকে শুরু করে উন্নত অনুন্নত সকলেই পরাজিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ কমিশনিং করে একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে উঠতে হবে। আমরা আরও সুযোগ-সুবিধা দেব। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের টেকনোলজি জানতে হবে।

তিনি বলেন, আগামীতে আমরাও যেন এমন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি সে চিন্তা আমাদের করতে হবে। এছাড়া আমাদের নিজেদের প্রয়োজন ছাড়াও এ ধরনের জাহাজ যেন আমরা বিদেশে রফতানি করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে।

জাহাজটি বিশ্বশান্তি রক্ষায় লেবাননে নিযুক্ত হবে। এ সময় নৌবাহিনীর সকল সদস্যকে নিরাপদে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71