অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এই বিজ্ঞাপনে ঘৃণা ছড়াতে পারে যা ফেসবুকের সুরক্ষা নীতির বিরোধি এই কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার ফেসবুক বিজ্ঞাপনটি অপসারণ করে।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে এমন একটি প্রতীক ব্যবহার করা হয়েছে যার সাথে জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের মিল রয়েছে।
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল। আন্তিফা দলটি যুক্তরাষ্ট্রে ফ্যসিবাদি বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সহিংস আন্দোলনের জন্য বামপন্থী দল আন্তিফাই দায়ি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরআগে ট্রাম্পের এক টুইটের নিচে ফ্যাক্ট চেকিং ট্যাগ দেয়া হয়েছিলো।