January 10, 2025, 5:46 am

দেড় মাস পর কবর থেকে ৪ বছরের শিশুর লাশ উত্তোলন

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2020,
  • 142 Time View

অনলাইন ডেস্ক

আদালতের নির্দেশে মৃত্যুর দেড় মাস পর মাদারীপুরের শিবচরে ৪ বছরের এক শিশুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান ও শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন এর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে তানিয়া বেগম তার শিশুপুত্র তামিমকে (৪) তার স্বামীর চাচাতো ভাই আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান।

এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিলেন। প্রায় ২ ঘন্টা পরে শিশুটির মা তার ছেলের খোঁজ নিতে গিয়ে দেখেন তামিম মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে। পরে সেদিন স্বাভাবিক মৃত্যু হিসেবে ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিন্তু শিশুটির মায়ের সন্দেহ হয় তার শিশুকে হত্যা করা হয়েছে।

এতে শিশুটির মা বাদি হয়ে গত ১৪ আগস্ট আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সোমবার সকাল ১০ টার দিক নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল নোমান ও শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের উপস্থিতিতে তামিমের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71