অনলাইন ডেস্ক
ফরিদপুরে আজও নতুন করে ৫১জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে।
ফরিদপুর সদর উপজেলায় ৩৮ জন, ভাঙ্গা উপজেলায় ২জন, বোয়ালমারী উপজেলায় ৩ জন, চরভদ্রাসন উপজেলায় ৩ জন, সালথা উপজেলায় ২ জন এবং নগরকান্দা উপজেলায় ২ জন।
ফরিদপুর জেলায় এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০৩ জনে। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২১ জন।