December 26, 2024, 4:48 am

ভারতে একদিনে রেকর্ড ১৩ হাজার ৫৮৬ করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2020,
  • 105 Time View

অনলাইন ডেস্ক

লাফিয়ে লাফিয়ে বাড়ছেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়েল দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত মানুষ এর আগে সংক্রমিত হয়নি। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ৮০ হাজার ৫৩২ জন।

এছাড়াও একই সময়ে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হল ১২ হাজার ৫৭৩ জনের।

তাদের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৫১ জনের। ধারাবাহিকভাবে বেড়ে রাজধানী দিল্লিতে মৃত্যু সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬৯। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন এক হাজার ৫৯১ জন।

এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৬২৫), পশ্চিমবঙ্গ (৫১৮), মধ্যপ্রদেশ (৪৮৬), উত্তরপ্রদেশ (৪৬৫), রাজস্থান (৩২৩), তেলঙ্গানা (১৯৫) ও হরিয়ানা (১৩৪) ও কর্নাটক (১১৪)।

দেশটিতে আক্রান্তের শীর্ষে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন এক লাখ ২০ হাজার ৫০৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৩৪ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৯ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাটে মোট করোনা আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71