অনলাইন ডেস্ক
প্রাণ সংহারি ভাইরাস করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মৃত্যুবরণ করেছেন। ফয়সাল আলম (৩৮) নামে ওই পুলিশ সদস্য বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের মোট ৩০ জন করোনায় মারা গেছেন নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, ফয়সাল আলমের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় ফয়সাল আলমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ফয়সাল আলমসহ এ পর্যন্ত পুলিশের ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাহিনীটিতে আট হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।