December 26, 2024, 4:35 am

তিন মাস বন্ধ থাকার পর খুলছে মসজিদুল হারাম

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2020,
  • 86 Time View

অনলাইন ডেস্ক

করোনা পরিস্থিতির কারণে প্রায় দীর্ঘ তিন মাস বন্ধ ছিল পবিত্র মসজিদুল হারাম। আরও বন্ধ ছিল মক্কার প্রায় দেড় হাজার মসজিদ।

রোববার ( ২১ জুন) ফজরের সময় থেকে এ মসজিদগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ।

এ ব্যাপারে মক্কা প্রদেশে অবস্থিত সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের শাখা থেকে জানানো হয়, সব মসজিদ মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

আরও জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মসজিদে আসতে বলা হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেমন- প্রত্যকের জন্য আলাদা নামাজের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পাশাপাশি মুসল্লিদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতা,মসজিদগুলো খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষেকে সহায়তা করতে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল উদ্যোগ নিয়েছে। এর আগে গত ৩১ মে খুলে দেওয়া হয়েছিল মদিনার মসজিদুল নববীসহ সৌদির অন্য অঞ্চলের সব মসজিদ।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ মার্চ থেকে সৌদি আরব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71