নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দিয়া সাহা (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জনান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দিয়া সাহা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ায় ৩ ঘন্টা পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি নোয়াখালী পৌরসভার হরিনারায়নপুরের বাসিন্দা।