December 23, 2024, 1:36 am

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের চিকিৎসকসহ জেলায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2020,
  • 477 Time View

 

শফিকুজ্জামান শুভ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :

শনিবার (২০ জুন) দুপুরে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বে জানা যায়।

সদর উপজেলার ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৯টি নমুনার রিপোর্টে ১জন চিকিৎসকসহ জেলায় নতুন করে ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে।

সর্বশেষ ২০ই জুন পর্যন্ত জেলায় ৫২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬৯ জন, আখাউড়া উপজেলায় ২৬ জন, বিজয়নগর উপজেলায় ১৭ জন, নাসিরনগর উপজেলায় ২৩ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২ জন, নবীনগর উপজেলায় ১০৩ জন, সরাইল উপজেলায় ২৯ জন, আশুগঞ্জ উপজেলায় ২২ জন ও কসবা উপজেলায় ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৯টি করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পেয়েছি।

এর মধ্যে সদর উপজেলায় ৮ জনের রিপোর্ট পজিটিভ আসছে। যার মধ্যে শহরের কাজীপাড়ায় ২জন, দক্ষিন মুড়াইল ১জন, পাইকপাড়ায় ১জন, ভাদুঘর ১জন, দাতিয়ারায় ১জন, কাউতলী ১জন করোনায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে এই প্রথম সদর হাসপাতালের জরুরি বিভাগের ১জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। এছাড়া কসবা উপজেলায় ৫জন, বিজয়নগর উপজেলায় ১জন ও নবীনগর উপজেলায় ১জন আক্রান্ত হয়েছে। যেহেতু আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে, তাই আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২০ই জুন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ৮৯ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৯১৩ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৫৯৫০ জনের রিপোর্টে- ৫২৬ জন আক্রান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71