পটুয়াখালীর গলাচিপার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. হাবিবুর রহমানের স্ত্রী ও দৈনিক মানব কন্ঠের গলাচিপা প্রতিনিধি আল মামুন এর মাতা মোসা. জাহানারা বেগম (৬৫) শুক্রবার বেলা পৌনে ১২টায় পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ব্রেইন স্ট্রেকে ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও তিন পুত্রসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছরের নামাজ শেষে মরহুমার জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহ্সানুল হক তুহিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সমবেদনা জ্ঞাপন করেন এবং তার পরিবারবর্গকে ধৈর্য্য ধারনের জন্য দোয়া করেন।