December 23, 2024, 4:25 pm

গলাচিপায় বন বিভাগের অফিসে গভীর নলকূপ না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ।

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2020,
  • 134 Time View

 

সঞ্জিব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অফিস এলাকায় গভীর নলকূপ না থাকায় ভোগান্তিতে সুবিধাভোগী জন সাধারণ। বন বিভাগ অফিস থাকা সত্বেও নেই কোন গভীর নলকূপ, নেই কোন অফিসে যাওয়ার রাস্তা। এ বিষয়ে সুবিধাভোগী এলাকার বাসিন্দা মোঃ মোশারেফ প্যাদা জানান, বন বিভাগ অফিসে নেই কোন গভীর নলকূপ, আমাদের ভোগান্তীর শেষ নেই।

পানি পান করতে হলে আমাদের অনেক দূর সিনেমা হলের কাছে। অনেক সময় পুকুরের পানি ফুটিয়ে খেতে হয়। অফিসে ঢোকার কোন রাস্তা না থাকায় হাঁটু সমান পানি পেরিয়ে ঢুকতে হয় অফিসে। আমার মত মহিলা পুরুষ উপকূলীয় গাছ পরিচর্যার ভুক্তভোগী যারা আছে তাদের ভোগান্তীর যেন শেষ নেই।

এ বিষয় নিয়ে বন বিভাগের মালি সেরে আলী মতব্বর (৬০) জানান, দীর্ঘ অনেক বছর যাবৎ এখানে কাজ করছি কিন্তু এখানে এখন পর্যন্ত কোন গভীর নলকূপ স্থাপিত না হওয়ায় অনেক ভোগান্তি পোহাতে হয়। তিনি আরও জানান, অফিসে ঢোকার রাস্তাও না থাকায় ডোবার পানি পেরিয়ে অফিসে ঢুকতে হয়।

এ বিষয় নিয়ে গলাচিপা উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গভীর নলকূপ না থাকায় উপকূলীয় ভূক্তভোগীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি আরও বলেন, অফিসে বিদ্যুৎ চলে গেলে অফিসটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় দাপ্তরিক কাজ কর্ম করতে অসুবিধা হয়।

অফিসের সামনে ১টি স্ট্রিট লাইট থাকলে এখানে রাতের আঁধারের বিভিন্ন অপরাধমূলক কাজ বন্ধ হবে বলে আমার বিশ্বাস। তিনি আরও বলেন, বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় সংসদ সদস্যকে অবহিত করেছি। তারা বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71