December 23, 2024, 11:07 am

পটুয়াখালীতে স্কুল বন্ধ কালিন বেতন মৌকুফ করার লক্ষ্যেে জেলা ছাত্রদলের জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান।

Reporter Name
  • Update Time : Sunday, June 21, 2020,
  • 546 Time View

 

নিজেস্ব প্রতিবেদক।

করোনা ভাইরাসের মহামারীতে গোটা বিশ্ব বিপর্যয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব সেক্টরে আজ মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে,

তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে করোনা ভাইরাসের মহামারীতে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ এর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর অংশ হিসেবে পটুয়াখালী জেলা ছাত্রদল আজ পটুয়াখালী জেলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কালীন সময়ে দেশের এই মহা বিপর্যয় সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফ করতে হবে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রদল।

এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে এরই অংশ হিসাবে করোনা ভাইরাস এর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম বিপর্যয় আছে এর মধ্যে দেশের অর্থনীতির অবস্থা করুণ এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের বেতন দেওয়া একপ্রকার অসম্ভব.তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের বেতন মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি আশা করি সরকার আমাদের দাবি বিবেচনা করবে।

এ সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জল, সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন, সাংগঠনিক সম্পাদক খালিদ ইবনে হাবিব সানি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন । এ সময় তারা আরও বলেন জেলা ছাত্রদল দেশের মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71