December 26, 2024, 5:13 am

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুই নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020,
  • 100 Time View

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে করোনা আইসোলেশন ওয়ার্ডে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার  বিকলে ও রাতে তাদের মৃত্যু হয়। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।

ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, নিহত একজনের বাড়ি ঘিওর উপজেলার মৌহালী গ্রামে। ৪১ বছরের ওই নারীকে হাসপাতালে নেওয়া হয় বেলা দুইটার দিকে। তিনি মারা যান রাত ১১টার দিকে।

হত অন্যজনের নাম হামিদা বেগম। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা হাট এলাকায়। ৫১ বছরের ওই নারীকে হাসপাতালে নেওয়া হয় পৌনে দুইটায় এবং মারা যান আড়াইটার দিকে।

মৃত্যুর পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সাভার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ১৮ জন। এর মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71