পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ পটুুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মুসা শিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত মুসা পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকার আবদুল খালেক শিকদারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদারকে আটক করা হলেও এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।এছাড়া মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।