সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়া গৌড়ঙ্গ নদীর চরমহিউদ্দিনের সুইসঘাট এলাকায় রবিবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। লাশ সুইস ঘাটে এনে স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ লাশটি উদ্ধারের জন্য ঘটনাস্থল রওয়ানা দিয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে এসব তথ্য জানাগেছে।
গলাচিপা থানার পুুলিশ ও গ্রামবাসী সূত্রে জানাগেছে, রবিবার সন্ধ্যার পর স্থানীয় দুই জেলের বুড়াগৌড়ঙ্গ নদী মাছ শিকার করছিল। এসময় তারা নদীতে একটি লাশ ভেসে থাকতে লাশটি তীরে নিয়ে এসে লোকজন খবর দেয়। পরে এলাকার কেউ লাশটি চিনতে না পেরে পুলিশে খবর দিলে গলাচিপা থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধারের জন্য ঘটনা স্থল রওয়ানা দিয়েছেন। জানাগেছে, বৃদ্ধের পড়নে গায়ে হাফ হাতার সাদা গেঞ্জি ও পড়নে গামছা ছিল।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিদউদ্দিনের সুইস ঘাট এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত মৃত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।’