December 29, 2024, 5:03 am

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ স্থগিত হলো ২০০ কর্মকর্তার

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020,
  • 495 Time View

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস মহামারির কারণে যুগ্মসচিব পদমর্যাদার ১০০ জন ও উপসচিব পর্যায়ের ১০০ জনসহ মোট ২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ স্থগিত হয়ে গেল।

এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে পৃথক দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ জুন স্বাক্ষরিত আদেশ দুটি আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস এম আব্দুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত প্রথম জারি করা আদেশে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের “বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্মসচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বলা হয়, ‘একই প্রকল্পের অধীনে উপসচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছিলেন।

এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ প্রোগ্রামও বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71