December 26, 2024, 5:36 am

সীমান্তে সেনা বাড়াচ্ছে নেপাল, কী করবে ভারত?

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2020,
  • 111 Time View

ভারতের ২০ জন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনের সঙ্গে উত্তেজনা চরম বিরাজ করছে। ক্রমশ যুদ্ধের অবস্থানে দুই প্রতিবেশী দেশ। হুমকি-ধামকি আর ক্ষমতা দেখাতে দুই দেশই সীমান্তে সেনা পাঠাচ্ছে। কেউ কাউকে ছাড় নয়। এমন পরিস্থিতির মধ্যে নতুন করে ভারতে সঙ্গে বিবাদে জড়ালো নেপাল। দেশটির সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে নেপাল। তৈরি করছে সেনা-শিবির (তাবু), হেলিপ্যাড। একইসঙ্গে সীমান্ত সংলগ্ন ভারতের বিহার রাজ্যে বাঁধ নির্মাণে বাধা দিয়েছে নেপাল।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল। শুধু তাই নয়, তৈরি করছে ক্যাম্পও। এছাড়া যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বানানোর কাজও করছে নেপাল। সেনা তৎপরতা বেড়ে যাওয়ার বেশ কিছু ছবি হাতে পেয়েছে ভারতীয় সম্প্রচার মাধ্যমটি।

ভারতের সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করেছে, সীমান্তে ব্যাপকভাবে নির্মাণকাজ চালাচ্ছে নেপাল। সেনা ক্যাম্প, রাস্তাসহ একগুচ্ছ নির্মাণকাজ শুরু করেছে। নেপাল-চীন সীমান্তেও চলছে নির্মাণকাজ। কালাপানি থেকে মাত্র ৪০ কিমি. দূরে একটি পোস্ট বানিয়েছে নেপাল আর্মি। সেখানেও চলছে দেশটির তৎপরতা।

স্থানীয়রা জানাচ্ছেন, হেলিকপ্টারে সেনা-যন্ত্রপাতি নামানো হচ্ছে। নেপালের সঙ্গে বিহার রাজ্যের সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণে বাধা দিয়েছে নেপাল। ভারতের বিহার সরকারকে সীমান্তে বাঁধ নির্মাণের কাজে বাধা দিয়ে নেপাল ওই অঞ্চল তাদের দাবি করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71