পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলার আমখোলা ইউনিয়নের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ১০ ধারায় মামলা নং- জিআর ১৭৪/২০২০। দুপক্ষের আপোষ নিষ্পত্তি হয়েছে।
মামলার বাদী রাসেল হাওলাদার বলেন, পরস্পর আমরা আত্মীয় থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারা সালিশ করে আমরা আপোষ নিষ্পত্তিতে গিয়েছি। কেনানা আসামী দেলোয়ার হাওলাদার আমার রক্তের আত্মীয়।
এ বিষয়ে আসামী দেলোয়ার হাওলাদারের মেয়ে আছিয়া বেগম বলেন, আমার বাবাকে মিথ্যা মামলা দেওয়ায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বসে সালিশি করে দিয়েছে। আমরা উভয় পক্ষই মেনে নিয়েছি। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য এসএম মোশাররফ হোসেন বলেন, ভুল বোঝাবুঝির কারনে মামলা হয়।
উভয় পক্ষই নিজেরা আত্মীয় থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসা করলাম। আমখোলা ইউনিয়ন চেয়ারম্যান মনির হাওলাদার বলেন, পরস্পর আত্মীয় থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ায় আমি খুশি।