শফিকুজ্জামান শুভ, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি :
নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের পলাশ ও মন্জু মিয়া নামে দুই কিশোর গাছ চাপায় নিহত হয়েছে।
জানা যায়, আজ ২৩ জুন সকাল ৯ ঘটিকায় ধরমন্ডল ৬ নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন (২২) পিতা আলী আসকর বাইকে করে লাখাই যাওয়ার পথে বোল্লা টু লাখাই রোডে রাস্তার পার্শ্বে ঠিকাদার কর্তৃক গাছ কাটার সময় গাছের নিচে চাপা পরে বাইকে থাকা মন্জু মিয়া ( ১৪) পিতা আলাউদ্দিন দুর্ঘটনা স্থলে মারা যায়।
বাইকে থাকা পলাশ মিয়া (১৫) পিতা আলী আসকরকে মূমুর্ষু অবস্থায় লখাই হাসপাতালে নেয়ার পথে মারা যায়। চালক গিয়াস উদ্দিন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে ধরমন্ডল চেয়ারম্যান কাজী বাহার উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।