December 28, 2024, 2:56 pm

রাঙ্গাবালীতে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৩ লক্ষ টাকার ক্ষতি!

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2020,
  • 321 Time View

সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লোটাস মুন্সি নামের এক মৎস চাষীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বিত্তরা। বিষক্রিয়ায় গলদা, পাঙ্গাস, রুই ও কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে।

এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা
হয়েছে।জানাগেছে,

লোটাস মুন্সী তার বাড়ির পাশে ১ একর জমিতে একটি মাছের ঘের করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। এবছর সে গলদা চিংড়ি, পাঙ্গাস, রুই ও কাতল সহ কয়েক প্রজাতির মাছ চাষ করেন। এরই মধ্যে রবিবার গভীর রাতে দুর্বিত্তরা তার ঘেরটিতে বিষ প্রয়োগ করে।

বিষ প্রয়োগের ফলে এসব মাছগুলো মরে পানির উপরে ভেসে উঠেছে। সোমবার সকালে মাছের পরিচর্যার জন্য ঘেরে গিয়ে এ অবস্থা দেখতে পায় লোটাস মুন্সী। এরপর সোমবার বিকেলে তার ছেলে রোমান মুন্সী বাদী হয়ে সন্দেহমুলকভাবে তিন জনের নাম উল্লেখ করে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অফিযোগ দিয়োছে ভিকটিম। অভিযোগ তদন্তের জন্য ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71