অনলাইন ডেস্ক
মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। প্রায় ১ মিনিট ধরে এই ভূমিকম্প হয় বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৭। যার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ফাটল ধরেছে বহু বাড়িতে। তীব্র ত্রাসে বহুতল ছেড়ে রাস্তায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।
মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ জানিয়েছেন, হুয়ালটুলকতে বহুতল ধসে পড়ে প্রাণ গিয়েছে একজনের। কিছু বাড়ির দেওয়াল ভেঙেছে, দরজা-জানলার কাচ ভেঙেছে। ফাটল ধরেছে বেশ কয়েকি বাড়িতে। ওয়াক্সাকার গভর্নর আলেজান্দ্রো মুরাত জানিয়েছেন, সান জুয়ান ওজোলোটেপেকের একটি পাহাড়ি গ্রামে বাড়ি ভেঙে পড়ে দ্বিতীয় জনের মৃত্যু হয়েছে।
। তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এ ছাড়াও ফেডেরাস সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আরও তিন জনের মৃত্যুর খবর জানিয়েছে। একটি সরকারি তেলের সংস্থা পেমেক্স রিফাইনারির একটি কাঠামো থেকে পড়ে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। আর সান অগাস্টিন আমাতেনজোর ওয়াক্সাকা গ্রামে দেওয়াল ভেঙে পড়ে আর একজনের প্রাণ গিয়েছে।
বিগত কয়েকদিন ধরেই ভূমিকম্প অনুভূত হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। গত সপ্তাহে কম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডেও। প্রতিবেশী দেশ ভারতেও গত কয়েকদিনে পরপর ভূমিকম্প হয়ে দেখা গিয়েছে। মঙ্গলবারও টানা তৃতীয় দিন ভূমিকম্প হয় উত্তর-পূর্বে। রবি ও সোমবার কেঁপেছিল মিজোরাম। মঙ্গলবার ফের মৃদু ভূকম্পন অনুভূত হয় নাগাল্যান্ডে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোমবার রাত ১২.৪০-এ নাগাল্যান্ডের কোহিমা থেকে ৪৪ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং ভূমি থেকে ৬.৬ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮। তবে কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।