সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৯৯১ জন জেলের মধ্যে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়। গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ৯৯১ জেলেকে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে। গলাচিপা সদর ইউনিয়নের জেলে মোসলেম বলেন, আমরা জেলেরা সকলেই ৫৬ কেজি করে চাল পেয়েছি। এতে আমরা খুশি। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কর্মকর্তা ও ট্যাগ অফিসার মাকসুদুর রহমান সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি সদস্য বৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।