সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা নিপুল সাহা (৩৬) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ। নিপুল শাহা হচ্ছেন পৌরসভার সাহা বাড়ির মৃতঃ নিরু সাহার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। তার দাহ্য কাজ সম্পন্ন করা হয় সাহা বাড়ির সশানে। পারিবারিক সূত্রে জানা যায় নিপুল সাহার হার্ট ব্লোক ছিল। দুপুরে তার কর্মস্থলে থাকা অবস্থায় হার্ট স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যুতে গলাচিপা পৌরসভার ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেন। তার সহপাঠিসহ শোক জানিয়েছেন এলাকার সম্মানিত ব্যক্তিগণ ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।