নিজেস্ব প্রতিবেদক।
পটুয়াখালিতে র্যাব-৮, ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আজ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭.৩০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর নিউমার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেসার্স রিতা মডিকেল হলের মালিক মিহির কুমার রক্ষিত (৪০),
নিউমার্কেট পটুয়াখালীকে ২৫০০০/- টাকা, মেসার্স সাঈদ ফার্মেসির মালিক মোঃ তৌহিদ (২৫) নিউমার্কেট, পটুয়াখালীকে ২০০০০/- টাকা, মেসার্স সফিন মেডিকেলের মালিক জগদীস চদ্র শীল (৫০), নিউমার্কেট, পটুয়াখালীকে ৫০০০/- টাকা,
ইনভয়েস ব্যাতীত ও অন অনুমদিত ঔষধ এবং বিপুল পরিমাণ নকল ও ভেজাল হ্যান্ডস্যানিটাইজার রাখার অপরাধে ড্রাগ এ্যাক্ট ১৯৪০এর ১৮/২৭ ধারা মোতাবেক জব্দ করা হয় এবং উল্লেখিত জরিমানা সহ র্যাব ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত পরবর্তি জব্দকৃত আলামত সমুহ ধ্বংস করা হয় এবং সংক্রামক রোগ প্রতিরোধ,
নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক মোঃ মাসুম (৪০),কালিকাপুর, পটুয়াখালীকে ১০০/- টাকা সহ সর্বমোট ৫০,১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় । এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ সোয়াইব সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী,
এবং র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প কমান্ডার সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম ও মোঃ মুহিদ, সহকারী পরিচালক ঔষধ প্রশাসন, পটুয়াখালী উপস্তি ছিলেন।