পারভেজ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা সোসাইটি।পায়রা ডেভেলমেন্ট ফাউন্ডেশন’র আয়োজনে বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সংস্থা
‘বিদ্যানন্দ’ এর আর্থিক সহযোগীতায় বৃহস্পতিবার ১১টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলানায়তে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব খাদ্য পণ্য কর্মহীন ও অসহায় পরিবারের হাতে তুলে দেন।বিতরণ কালে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু,
তেল, চিনি ও সুজিসহ বিভিন্ন খাদ্য উপকরন প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন- কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু শিকদার, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক ও সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু,
পায়রা ডেভেলমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, সিনিয়র সভাপতি উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি এস. কে রঞ্জন, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ইমরান ফরাজীসহ গণ্যমান্যব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী।