সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। রাঙ্গাবালী উপজেলা চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ৬৬ পরিবারকে এক বান করে টিন দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্থদের হাতে টিন তুলে দেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জাবির হোসেন,
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, ছোটবাইশদিয়া ফ.ক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল কবির নিপু, রাঙ্গাবালী উপজেলা চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য মোস্তাক আহম্মেদ, লিমন আনসারী ও মো.জুনাইদ আহম্মেদ সহ সেচ্ছাসেবীরা।